রাজস্ব আহরণে সন্তোষজনক প্রবৃদ্ধি নিয়ে চট্টগ্রাম কাস্টমসের অর্থবছর শুরু

ইউক্রেন যুদ্ধের প্রভাব, মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও আশা ব্যঞ্জকভাবে লক্ষ্যমাত্রার তুলনায় ৭.৯৫% এবং বিগত বছরের তুলনায় ৪২.৫৬% প্রবৃদ্ধি নিয়ে নতুন অর্থবছর শুরু করল কাস্টম হাউস, চট্টগ্রাম।

- Advertisement -

চলতি বছরের জুলাই মাসে ৪৪৮২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৮৩৮.৫১ কোটি টাকা রাজস্ব আহরিত হয়েছে (লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫৬.৫১ কোটি টাকা বেশী)।

- Advertisement -google news follower

উল্লেখ্য যে, বিগত অর্থবছরে একই সময়ে অর্থাৎ গতবছর ২০২১ সালের জুলাই মাসে ৩৩৯৪.০৫ কোটি টাকা আহরিত হয়েছিল। বিগত অর্থবছরের তুলনায় এ বছর জুলাই মাসে ১৪৪৪.৪৬ কোটি টাকা অতিরিক্ত আদায় হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৪২.৫৬%।

সঠিক সিপিসি এর ব্যবহার, যথাযথ এইচএস কোড এবং ভ্যালু এ পন্যের শুল্কায়নের ফলে রাজস্ব ৪২.৫৬% প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতেও রাজস্ব আহরণের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM