বঙ্গবন্ধু টানেলের দু’টি টিউব ডিসেম্বরে খুলে দেওয়া হবেঃ মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দু’টি টিউবই ডিসেম্বরে খুলে দেওয়া হবে। এই টানেলটি বাংলাদেশের জন্য একটি মডেল।

- Advertisement -

আজ শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের সাথে সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় সভার আয়োজন করেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, ব্যাংক আর খোলা বাজারে ডলারের দামের মধ্যে সামঞ্জস্য আনতে কাজ চলছে। গ্যাসের সংকট কাটাতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশের বর্তমান পরিস্থিতি, আইন-শৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক নানা সংকটের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন সরকারের এ শীর্ষ কর্মকর্তা।

- Advertisement -islamibank

বঙ্গবন্ধু টানেলের দু’টি টিউব ডিসেম্বরে খুলে দেওয়া হবেঃ মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বে জ্বালানি তেলের দাম কমলে, অনেক দেশে কমে। আবার দাম বাড়লে বাড়ে তবে দাম কমলে কমানোর প্র্যাকটিস আমাদের দেশে নেই।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সহধর্মিনী ও সরকারের সচিব কামরুন নাহার, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন ও বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM