রাশিয়ার একটি হোটেলে আগুন লেগে ৮ জনের প্রাণহানি

0

রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন প্রাণ হারিয়েছেন ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার স্পুটনিকের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিনহুয়া।

রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয়ের নগর বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জানান, জানালায় লাগানো জালির কারণে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানান, তারা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় প্রাণ হারান। সূত্র : বাসস

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM