মিরসরাইয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, ১১ যাত্রী নিহত

0

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে বড়তাকিয়া রেলস্টেশনের কাছে মহানগর প্রভাতি ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটিতে খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসা পর্যটকরা ছিলেন বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM