নিকারাগুয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন নিহত

মধ্য আমেরিকার উত্তরপশ্চিমাঞ্চলীয় দেশ নিকারাগুয়াতে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৬ জন নিহত ও আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

খবর ফ্রান্স টুয়েন্টিফোরের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ১৩ জন ভেনেজুয়েলার বাসিন্দা ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

- Advertisement -google news follower

তাছাড়া বেপরোয়া গতিতে গাড়িটি উল্টে গেছে বলে জানা যায়। চলছে উদ্ধার তৎপরতা। খাদে পড়ে যাওয়ার আগে বাসটি আরও দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। মরদেহগুলো উদ্ধার করা হয় মর্গে পাঠানো হয়। বেশ কয়েক মাস আগে মেক্সিকোর ভিসাসংক্রান্ত বিধি নিষেধের কারণে ভেনেজুয়েলায় অভিবাসনপ্রত্যাশীরা মধ্য আমেরিকা এই সড়কটি ব্যবহার করে চলাচল করত বেশি। এমটিই জানায় সংশ্লিষ্টরা।

- Advertisement -islamibank

নজরদারি এড়াতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM