তিন ঘন্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় এগার সিন্দুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়লে শুক্রবার সকাল ৭টা থেকে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

- Advertisement -

খবর পেয়ে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন মেরামতের পর আজ শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

- Advertisement -google news follower

ইঞ্জিন মেরামতের পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান কিশোরগঞ্জ রেলওেয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এগার সিন্দুর প্রভাতী ট্রেনটি ছেড়ে যায়। কিছুক্ষণ পর ট্রেনটি গচিহাটা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

- Advertisement -islamibank

এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনটি মেরামত করে। পরে সকাল ১০টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM