টিকিট না পেয়ে ট্রেন আটকে রেখেছে রাবি ভর্তিচ্ছুরা

আসন না পেয়ে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীরা। ট্রেনটি বুধবার (২৭ জুলাই) বিকাল ৪টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। টিকিটবিহীন ভর্তিচ্ছুরা ট্রেনটিতে যাওয়ার দাবি জানিয়ে আটকে দেন। সেই সঙ্গে তারা বিক্ষোভ করতে থাকেন।

- Advertisement -

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম তালুকদার জানান, আজ রাতের ট্রেনে অতিরিক্ত বগি দেওয়া হবে। আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত পর্যায়ক্রমে শিক্ষার্থীদের পৌঁছে দিতে ট্রেনগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরপরও শিক্ষার্থীরা পদ্মা ট্রেনেই বাড়ি ফিরে যেতে অনড়। তাই এই ট্রেনে অতিরিক্ত বগি লাগানো হচ্ছে। এরপর ট্রেনটি ছাড়া হবে।

- Advertisement -google news follower

তিনি আরও বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত অতিরিক্ত বগি লাগানোর কাজ চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী রেলওয়ে স্টেশনে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM