৩ বছর পলাতক থাকার পর আটক হত্যা মামলার আসামি

রাউজানে নুরুল আলম হত্যা মামলার ৩ বছর ধরে পলাতক আসামি আবুল কালামকে আটক করেছে র‍্যাব।

- Advertisement -

মঙ্গলবার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব। আটক আবুল কালাম রাউজানের হারপাড়া গ্রামের বাসিন্দা।

- Advertisement -google news follower

র‍্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৯ সালের ৫ জানুয়ারি নুরুল আলম উরকিরচর বাজারে যান। এসময় দুস্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে নুরুল আলমের উপর আক্রমণ করে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুন করে। পরেরদিন হাটহাজারী চন্দ্রাবিল পুলিশ নুরুল আলমের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট রাউজান থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

- Advertisement -islamibank

এ পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে উকিরচরেএ মিয়ার ঘাটা থেকে গতকাল রাতে তাকে আটক করা হয়। আসামি আবুল কালাম ওই হত্যা মামলার দুই নম্বর ওয়ারেন্টভুক্ত আসামি।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM