লোহাগাড়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

0

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে আহম্মদ শফি নামে ৪৯ বছর বয়সী এ আসামিকে গ্রেফতার করা হয়। শফি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দর্জি পাড়া এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে আসামি আহম্মদ শফিকে গ্রেফতার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা জানান, শফি প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে চারটি মামালায় দুই বছর ছয় মাসের সাজা দিয়েছেন আদালত।

অপর ১১ মামলায় মোট ১৫টি ওয়ারেন্ট আছে। এসব মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM