মিরসরাইতে ৩ লক্ষ টাকার ইয়াবাসহ দুই নারী আটক

0

চট্টগ্রামের মিরসরাইতে তিন লক্ষ টাকা মূল্যের এক হাজার একশ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের ঢাকামুখী লেইনের শ্যামলী কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন। ছেনোয়ারা বেগম (৩৫) ও ছলিমা খাতুন (৩৮)। এদের মধ্যে ছেনোয়ারা শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নয়াকান্দা পাড়া এলাকার সোলেমানের স্ত্রী এবং ছলিমা কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের দুলাপাড়া এলাকার মো. হানিফের স্ত্রী ছলিমা খাতুন।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে শনিবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM