চট্টগ্রাম বিমানবন্দরে ১২ স্বর্ণের বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের স্বর্ণগুলোর কোন বৈধ কাগজ না থাকায় তাকে আটক করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

- Advertisement -

আজ শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মুহাম্মদ মিজান উদ্দিন নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি।

- Advertisement -google news follower

তিনি চট্টগ্রামে আসার আগেই এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে গোপন তথ্য ছিলো বিপুল স্বর্ণ নিয়ে তিনি দেশে ফিরছেন।চট্টগ্রাম, বিমানবন্দরে,স্বর্ণের বার, যাত্রী

এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছে থাকা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা হয় তাকে।

- Advertisement -islamibank

এসব স্বর্ণের দাম প্রায় ৯০ লাখ টাকা জানিয়ে তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে বলে জানান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM