চট্টগ্রামে মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত কমে ৪০

চট্টগ্রামে আগের দিনের তুলনায় করোনা ভাইরাসে আক্রান্তে শনাক্ত রোগীর সংখ্যা অনেক কমেছে। আগের দিন ৬৬ জনের শরীরে করোনার বিষ ধরা পড়লেও গেল ২৪ ঘন্টায় তা কমে এসেছে ৪০ জনে।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৯৩ শতাংশ। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। আগের দিন এ হার ছিল ১৬ দশমিক ৯৬ শতাংশ। নতুন শনাক্ত ৪০ জন নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৮ হাজার ৩০০ জন।

- Advertisement -google news follower

তবে আগের দিনের মতোই গেল ২৪ ঘন্টা সময়ে চট্টগ্রামের কোথাও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৭ জন।

আজ শুক্রবার (২২ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে মোট ২২৩টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -islamibank

এরমধ্যে ৪০ জনের শরীরে করোনা ভইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরমধ্যে চট্টগ্রাম নগরীর ৩১ জন এবং বাকি ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৫২০ জন এবং বাকি ৩৪ হাজার ৭৮০ জন বিভিন্ন উপজেলার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM