ফটিকছড়িতে পানিতে ডুবে নাতির মৃত্যু মানতে পারছে না দাদু

0

বিকেলে নাতির হাতে একটি পেয়ারা খেতে দিয়ে দোকানে আসার কিছুক্ষনের মধ্যে বাড়ি থেকে খবর এল আমার নাতি পানিতে পড়েছে। দ্রুত বাড়ি গিয়ে দেখি লোকজন জলাশয় থেকে নাতিকে তুলে আনছে।

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার দাদুভাইকে মৃত ঘোষণা করেন৷ আদরের নাতির মর্মান্তিক মৃত্যু যেন কোন ভাবেই মেনে নিতে পারছে না দাদু নুর হোসেন।

কান্না জড়িত কণ্ঠে দাদু বলছেন সকাল থেকে দাদুর সাথে অনেক ভাব বিনিময় করেছি। আর বিকেলে সব শেষ।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে ফটিকছড়ি উপজেলার মানিকপুর কেরামতিয়া মহিলা মাদ্রাসার পাশের দিঘীর পূর্বপাড়ের বাড়ীর পাশের একটি জলাশয়ের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় এক বছর বয়সী শিশু ইমাম হোসেন আয়াতের। সে উপজেলার শিল্পপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে৷

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM