মধ্যরাতে নিউমার্কেটে ট্রান্সফর্মার বিস্ফোরণ

0

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়ে খুঁটিতে আগুন ধরে যায়। এতে পুরো এলাকা জুড়ে ভীতির সৃষ্টি হয়।

বুধবার মধ্যরাত পৌণে ২টার সময় বিস্ফোরণের এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আগুনে বৈদ্যুতিক খুঁটি ও বেশ কিছু তার পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিস্ফোরণের খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে এসে ২৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী। তিনি বলেন, বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM