হালদায় বিপন্ন প্রজাতির মৃত গাঙ্গেয় ডলফিন উদ্ধার

দেশের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে আবারও বিপন্ন প্রজাতির মৃত গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (২০ জুলাই) বিকেলে নদীর তীরবর্তী অঞ্চল রাউজান গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নদীতে ভাসমান অবস্থায় মৃত বিপন্ন প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রায় ৭.৫ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিনটির দাতগুলো ফেলা দেওয়া হয়েছে এবং ঠোঁটের নিচের অংশ কাটা দেখা গেছে। তবে কি কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে।

- Advertisement -islamibank

এ নিয়ে গত চার বছরে হালদা থেকে ৩৭টি মৃত ডলফিন উদ্ধার হলো। মৃত উদ্ধার হওয়া অধিকাংশ ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছেন গবেষকেরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM