বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার নির্দেশ আইজিপির

0

জ্বালানি সংকট নিরসনে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য পুলিশের সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (২০ জুলাই) দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা প্রদান করেন তিনি।

‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি’ প্রধানমন্ত্রীর এ আহ্বান মেনে চলার জন্য সকল পুলিশ সদস্যের প্রতি অনুরোধ জানান তিনি।

আইজিপি বলেন, জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

তিনি পুলিশ হেডকোয়ার্টার্সসহ বাংলাদেশ পুলিশের সকল স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। তিনি দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন।

সভায় পুলিশ সদর দফতর অতিরিক্ত আইজি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএন/এএম

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM