চট্টগ্রামে ফোম কারখানায় আগুন, আড়াই লাখ টাকার ক্ষতি

0

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় একটি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে হোম টেক্স লিমিটেড নামক ফোম কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনসহ দুই ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার (২০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বায়েজিদ ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা অভি বড়ুয়া। তিনি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটি জানিয়ে আগুনে প্রতিষ্ঠানটির বিভিন্ন মালামাল পুড়ে অন্তত আড়াই লাখ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM