ভারতের ফাঁসিদেওয়া থানায় আটক ৩ বাংলাদেশি

ভারতের ফাঁসিদেওয়া সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

- Advertisement -

এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি সিম, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

- Advertisement -google news follower

এর আগে সোমবার (১৮ জুলাই) গভির রাতে ভারতীয় সীমান্তের ফাঁসিদেওয়া-বাংলাদেশের বাংলাবান্ধা সীমান্ত এলাকা থেকে একটি মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়। তাদের আটককালে আরও তিন জন বাংলাদেশি পালিয়ে যাওয়ার কথা জানায় পুলিশ।

আটককৃতরা হলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা যুবক মোহাম্মদ বিপ্লব হোসেন, আবু বক্কর সিদ্দিক, সিয়াম হোসেন।

- Advertisement -islamibank

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে জানা গেছে, বেশ কয়েকদিন আগে অবৈধ ভাবে কাটাতার পাড় হয়ে ভারতে প্রবেশ করে ৬ জন বাংলাদেশি। সোমবার গভির রাতে তারা বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য সীমান্ত এলাকায় একটি মাইক্রোবাস নিয়ে ঘোরাঘুরি করছিলেন।

এসময় টহলরত ভারতীয় পুলিশের কাছে বিষয়টি সন্দেহভাজন মনে হলে তারা গাড়িটি আটক করার চেষ্টা করে। এসময় তিন বাংলাদেশি পালিয়ে গেলেও অপর তিন বাংলাদেশি যুবক ও দুইজন ভারতীয় যুবককে আটক করে পুলিশ।

তবে এখন পর্যন্ত কোন যুবক নিখোঁজ হওয়ার খবর থানায় আসেনি বলে জানায় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহেরুল ইসলাম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM