বোয়ালখালীতে কুকুরের কামড়ে আহত ১১

0

বোয়ালখালীতে এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত শিশুসহ ১১ জন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী।

বিপ্লব চৌধুরী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন মো. তৌহিদ (৪), রিফাত (৪), রিয়া (৯), শুভঙ্কর (২০), ভাষ্কর ধর (৯), দীপ ধর (৬), জয়রাম বিশ্বাস (৯), নুর বেগম (৩৫), মো. আবদুল আজিজ (৪০), জয়ন্তী দাশ (৪৮) ও মাধব ধর (৪৪)।

স্থানীয়রা জানান, ৪নং ওয়ার্ডের বণিকপাড়া ও সদরে একটি পাগলা কুকুর আক্রমণ করে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। এতে পথচারী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

 

জয়নিউজ/শহীদ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM