চট্টগ্রামে আরো অর্ধশত করোনা রোগী শনাক্ত

গেল ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরীর ৪১ জন ও উপজেলা পর্যায়ের ৯জনসহ মোট অর্ধশত রোগী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে একই সময়ে চট্টগ্রামের কোথাও করোনায় কেউ মারা যায়নি।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৩১০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

- Advertisement -google news follower

চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৬ জন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৭৩৬ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

আজ রবিবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৯টি ল্যাবে ৩০০টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM