দেওয়ানহাটে আগুনে পুড়ল ৫ দোকান

0

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট রেললাইন সংলগ্ন একটি মোটরসাইকেলের গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৫টি দোকান পুড়ে গেছে।

আজ শনিবার (১৬ জুলাই) রাতে সোয়া আটটার সময় দেওয়ানহাট পোস্তার পাড় অছি শাহ মাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌছে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান। তিনি বলেন, রেললাইনের পাশে একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM