পদ্মা সেতুতে ২০ দিনে টোল আদায় ৫২ কোটি ৫৫ লাখ টাকা

গত ২৬ জুন পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে গাড়ি পারাপার শুরুর পর হতে গতকাল শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত ২০ দিনে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে যানবাহন পার হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২টি।

- Advertisement -

ঈদুল আজহার ছুটিতে ৮ জুলাই (শুক্রবার) পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

- Advertisement -google news follower

সব চেয়ে কম টোল আদায় হয়েছে গত ১০ জুলাই ঈদের দিন রবিবার। মোট ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। এ দিন গাড়ি পারাপার হয়েছে ১১ হাজার ৯৫৪টি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েব পোর্টাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনের পর নিজে প্রথম টোল দিয়ে সেতু পার হন। এর পর ২৬ জুন হতে সর্বসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। প্রথম দিন ২৬ জুন টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM