সলিমপুরে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে সরকারি কর্মকর্তাদের সামনেই গাড়ি থেকে নামিয়ে এক ইউপি সদস্যকে বেধরক মারধর করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

গতকাল শুক্রবার বিকেলে মারধরের এ ঘটনায় আজ শনিবার (১৬ জুলাই) সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করার কথা জানিয়েছেন হামলার শিকার পৌর সদরের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আরিফ।

- Advertisement -google news follower

আরিফের ছোট ভাই আব্দুল আলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে হামলার নের্তৃত্বদানকারী ইয়াসিনসহ ৬ জনকে আসামি করা হয়।

জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মং মারমা ও স্থানীয় চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান।

- Advertisement -islamibank

পরিদর্শন শেষে ফেরার পথে গাড়ি থেকে নামিয়ে ইউপি সদস্য মোহাম্মদ আরিফকে বেধড়ক মারধর করে ইয়াসিন ও তার বাহিনী।

ইউপি সদস্য মোহাম্মদ আরিফ বলেন, সন্ত্রাসী ইয়াসিন বাহিনী অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। তারা আমাকে মারতে মারতে বলতে থাকে এখানে কেউ আসতে পারবি না। তুই আমাদের নাগরিক সনদ ও জন্ম সনদ দিতে গড়িমসি করিস।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের সামনে আমাকে মেরে তারা বার্তা দিয়েছে যে, “এটা আমাদের এলাকা। এখানে কেউ প্রবেশ করতে পারবে না”।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM