মানিকগঞ্জে বজ্রপাতে আহত ১৯

মানিকগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

আহতরা হলেন- আব্দুল লতিফ (৬০), ইসমাইল (১৫), আলমগীর (৫৫), আরিফ (২৯), ওয়াসিম (২০), আজিজুল হাকিম (৩৫), মোকলেস (৬২), রাজ্জাক (৫০), শামীম (৩৫) ফাহিম (১৭), জাহিদুল (৪০), সজিব (২০), রাজিব (২০), ফারুক (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব হোসেন (২০), রইজ উদ্দিন (১৮), লুৎফর রহমান (৩৫), বাদশা মিয়া (৫০)। তাদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিংগাইরের বিভিন্ন গ্রামে। বজ্রপাতে আহত ১৯ জনের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসাপাতালে ভর্তি আছেন ১৮ জন। আহতদের মধ্যে জাহিদুল, মোকলেস এবং রাজ্জাকের অবস্থান আশঙ্কাজন।

- Advertisement -google news follower

আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে ইউসুফ আলী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ তৃতীয় দিনে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলা দেখতে স্থানীয়রাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকেন। সাড়ে ৪টার দিকে খেলা শুরু হওয়ার কথা। হঠাৎ বিকট বজ্রপাতের শব্দ হয়। এ সময় জাগীর ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি কড়ই গাছের ওপর বজ্রপাত হয়। এতে গাছটির একটি ডাল ফেটে যায়। এছাড়া বজ্রপাতে অনেকেই আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিষিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে ১৮ জন চিকিসাধীন রয়েছেন।

হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীমা আক্তার বলেন, বজ্রপাতের ঘটনায় আহত ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে তিনজনের শরীরে বিভিন্ন স্থানে ঝলসে গেছে। আহতদের হাঁটা চলা করার পরামর্শ দেন তিনি।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM