হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি ফেরদৌস ওয়াহিদ

খ্যতিমান সংগীত তারকা ফেরদৌস ওয়াহিদের বৃহস্পতিবার দিবাগত রাতের শেষভাগে হার্ট অ্যাটাক হয়। বর্তমানে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।পপ গায়কের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

- Advertisement -

৬৯ বছর বয়সী ফেরদৌস ওয়াহিদ কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

- Advertisement -google news follower

ফেরদৌস ওয়াহিদের সংগীত ক্যারিয়ার টানা পাঁচ দশকের। ফেরদৌস ওয়াহিদ ১৯৭০-এর দশকে তাঁর সংগীতজীবন শুরু করেছিলেন। সিনেমায় তাঁর আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি এক পাহারাদার’,‘ শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’। এছাড়াও তাঁর পনেরোর অধিক একক এলবাম রয়েছে।

অভিনয় ছাড়াও পরিচালনায়ও নাম লিখিয়েছেন ফেরদৌস ওয়াহিদ।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM