দামপাড়ায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্বোধন

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর উদ্যোগে সেলুনে আসা সেবাগ্রহীতাদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম সিটির দামপাড়ায় বৃহস্পতিবার (১৪ জুলাই) বুক সেলফ ও বই বিতরণ করা হয়েছে।

- Advertisement -

শান্ত হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা কবিতা ঘরের পরিচালক কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমের উদ্বোধন করেন বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ। এ সময় তিনিসহ অতিথিরা সেুলনের ম্যানেজার বাবুল নাথের হাতে বই ও সেলফ তুলে দেন।

- Advertisement -google news follower

বীজন নাট্য গোষ্ঠীর সহ দল প্রধান উম্মে কুলসুম কেয়া, সদস্য মান্নান হিমেল, অভিনেতা বাপ্পি হায়দার, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন, নাট্য কর্মী সৌরভ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোশারফ ভূঁইয়া পলাশ বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর এ উদ্যোগের ফলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। এটি একটি ভাল উদ্যোগ। আমি এটাকে সাধুবাদ জানাই।’

- Advertisement -islamibank

গোলাম মাওলা জসিম জানান, বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM