স্কুল শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, ভাশুরের বিরুদ্ধে মামলা

0

লোহাগাড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে ভাশুরের বিরুদ্ধে মামলা করেছেন এক স্কুল শিক্ষিকা।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শরমিন জাহানের আদালতে মঙ্গলবার দুপুরে মামলার আবেদন করেন অভিযোগকারী। বুধবার সকালে শুনানি শেষে মামলাটি গ্রহণ করে আদালত।

অভিযুক্ত আব্দুল মালেক লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের বাসিন্দা। তিনি সৌদি আরব থাকতেন। বছর তিনেক আগে দেশে ফিরেছেন।

মামলার অভিযোগে বলা হয়, তার ছোট ভাই অর্থাৎ অভিযোগকারী শিক্ষিকার স্বামী সৌদিতে থাকেন। এই সুযোগে বিভিন্ন সময় ছোট ভাইয়ের স্ত্রীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন তিনি।

এরই মধ্যে রোববার রাতে ঘুমিয়ে পড়লে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন মালেক। চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্ত। ধস্তাধস্তিতে আহত হলে হাসপাতালে চিকিৎসাও নেন বলে উল্লেখ করা হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM