প্রণয় ভার্মা ভারতীয় হাইকমিশনার হয়ে ঢাকায় আসছেন

0

ঢাকায় পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে আসছেন প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার (১২ জুলাই) ভারতীয় গণমাধ্যম উইওনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতের পারমাণবিক কূটনীতির তত্ত্বাবধানকারী পরমাণু শক্তি বিভাগে এক্সটারনাল রিলেশনের মহাপরিচালকও ছিলেন।

ঢাকায় নিযুক্ত বর্তমান ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে লন্ডনে নিয়োগ দেওয়া হবে।

এর আগে কয়েকটি সূত্রের বরাতে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি চিফ সুধাকর দালেলা নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM