এবার ঈদযাত্রায় সড়কের অবস্থা ভালো ছিলঃ কাদের

0

এবারের ঈদে সব জায়গায় সড়কের অবস্থা ভালো ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এবার ঈদে সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে।

উত্তরাঞ্চল রুটে সমস্যা বেশি হয়েছে জানিয়ে তিনি বলেন, কিন্তু সেটি হওয়ার কথা ছিল না।

তবে পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে বলেও এসময় দাবি করেন ওবায়দুল কাদের।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM