চমেকে সরকারি ওষুধসহ আটক ৩

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি করার সময় তিন স্পেশাল ওয়ার্ড বয়কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন দিলীপ কুমার নাথ, আশীষ দাশ ও পলাশ ধর।

সোমবার (১১ জুলাই) সকালে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

সাদিকুর রহমান বলেন, ‘সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন স্পেশাল ওয়ার্ড বয় সরকারি ওষুধ চুরি করে বাইরে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা জানারও চেষ্টা করা হচ্ছে।’

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM