১০ তলা ভবন থেকে লাফিয়ে বৃদ্ধার আত্মহত্যা

0

নগরের সিরাজউদ্দৌলা রোডের একটি ১০ তলা একটি ভবন থেকে লাফিয়ে পড়ে নমিতা চৌধুরী (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নমিতা চৌধুরী ওই ভবনের ৮ তলায় থাকতেন। তিনি প্রবীর চৌধুরীর স্ত্রী।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, সকালে নিজ বাসার ১০ তলা ভবনের ছাদে উঠেন নমিতা চৌধুরী। পরে পৌনে ৯টার দিকে সেখান থেকে লাফ দেন তিনি। প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে পরবর্তীতে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM