খাসোগি ‘হত্যার’ রেকর্ডিং চেয়েছে যুক্তরাষ্ট্র

0

সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে হত্যা করা হয়েছে বলে দাবি করে রেকর্ডিং তুরস্কের কাছে চেয়েছে যুক্তরাষ্ট্র।

খাসোগি কিছু দরকারি কাগজপত্র সংগ্রহ করতে ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে গিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। অন্যদিকে তাকে হত্যা করার কথা অস্বীকার করেছে সৌদি আরব।

ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম সৌদি আরব; তাই খাসোগির অন্তর্ধান ওয়াশিংটন প্রশাসনকে বেখাপ্পা পরিস্থিতিতে ফেলে দিয়েছে।

‘আমরা সেগুলো চেয়ে পাঠিয়েছি, যদি সেগুলো থেকে থাকে,’ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেছেন ট্রাম্প; খবর বিবিসির।

যে টেপে খাসোগি হত্যার প্রমাণ আছে বলে বলা হচ্ছে সেটি চেয়ে পাঠানোর কথা নিশ্চিত করে ট্রাম্প বলেছেন, ‘এটার অস্তিত্ব আছে কি না আমি নিশ্চিত নই, সম্ভবত আছে, খুব সম্ভবত আছে।’

ট্রাম্প আরো জানান, সদ্যই সৌদি আরব ও তুরস্ক সফর করে আসা পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছ থেকে একটি প্রতিবেদন প্রত্যাশা করছেন তিনি।

‘সপ্তাহের শেষের দিকে সত্য বের হয়ে আসবে’ বলে জানিয়েছেন তিনি।

জয়নিউজ/শহীদ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM