পালালেন লঙ্কান প্রেসিডেন্ট

বাসভবনে বিক্ষোভকারীদের হামলা

0

বিপর্যয়ের মুখে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বিক্ষোভের মুখে শনিবার কলম্বোয় তার সরকারি বাসভবন থেকে পালিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই খবর জানানো হয়।

সংবাদমাধ্যমে এএফপিকে প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, শনিবার বিক্ষোভকারীরা তার বাসার সামনে জমায়েত হয়ে চারদিক থেকে ঘিরে ফেলতে শুরু করে। পরে তারা বাসভবনে হামলা চালাতে শুরু করে।

ওই কর্মকর্তা জানান, ‘প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’

রাজাপাকসেকে সরিয়ে নিতে সেনারা বাসা ঘিরে ফেলা বিক্ষোভকারীদের হটাতে ফাঁকা গুলি ছুড়তে থাকে।

সিরাসা টেলিভিশনে দেখানো হয়, একসময় কড়া পাহারায় থাকা প্রেসিডেন্টের বাসভবনে অনেক ভিড় দেখা যায়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা বেশ কিছুদিন থেকে খাদ্য, জ্বালানি সংকটে পড়েছে। সেই সঙ্গে দেশটি চরম মুদ্রাস্ফীতির সম্মুখীনও হয়েছে।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM