পুলিশ সদস্য ইয়াবা ও ৩ সহযোগীসহ আটক

0

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেইটের পাশ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগর বিশেষ শাখার সিপাহী উপল চাকমা ও ৩ বাহককে ৫ হাজার ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কেনটাকি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপল চাকমা (৪৫), নান্টু দাশ (৪২), মো. কামরুল ইসলাম (৩০) ও মো. গিয়াসউদ্দিন (৪২)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মেডিক্যাল কলেজ পূর্ব গেইট এলাকায় অবস্থান করার সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ২২৬ পিস ইয়াবাসহ সিটিএসবির সদস্য উপল চাকমাসহ ৪ জনকে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM