শিকলবাহায় ওয়ালটনের শোরুম উদ্বোধন

0
  • চট্টগ্রামের শিকলবাহায় ওয়ালটনের শোরুম উদ্বোধন করা হয়েছে। মেসার্স হক ইলেকট্রনিক্স এই শোরুমের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর।

শনিবার (২ জুলাই) বিকাল ৫টায় মইজ্জ্যারটেক কলেজবাজার এলাকায় শো রুমের উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান। উদ্বোধন শেষে শোরুম ঘুরে দেখেন তিনি।

এদিকে শোরুম উদ্বোধন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার।

এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর শহিদুজ্জামান রানা, এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ৩ নম্বর শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম ও কর্পোরেট অফিসের সিনিয়র এডিশনার ডিরেক্টর মো. আবদুল বারি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ওয়ালটন শোরুম ঘুরে দেখলাম। এত বড় শো রুম এই এলাকায় আর একটিও নেই। দেশে উৎপাদিত পণ্য আমাদের সকলকে ব্যবহার করতে হবে। তাছাড়া আমাদের তৈরি পণ্য সামগ্রী বিদেশেও রপ্তানি হচ্ছে।

চিত্রনায়ক আমিন খান বলেন, চট্টগ্রামে এবার যখন ব্যবসা শুরু করেছি তখন চট্টগ্রামের ভাষা শিখে ওয়ালটনের ব্যবসাকে আরও অনেক দূর এগিয়ে নেব।বিশ্বের একশ’র বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটনের পণ্য। দেশ যত উন্নত হচ্ছে ততই দেশের সুনাম ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM