রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

0

রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুন) রাতে পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল আজিজ (৬৫)। তিনি ওই এলাকার মৃত গুনু মিয়ার ছেলে।

শনিবার (২ জুন) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল্লাহ জানান, জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করতেন আব্দুল আজিজ। রাতে সবজি ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM