শিক্ষক হত্যা : ৫ দিন পর খুলেছে আশুলিয়ার সেই শিক্ষাপ্রতিষ্ঠান

সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যার ঘটনায় পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার (২ জুলাই) খুলেছে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষকেরা সবাই আসলেও শিক্ষার্থীদের উপস্থিতি সকালে অর্ধেকের কিছু বেশি দেখা গেছে।

- Advertisement -

শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় দুই-একদিন ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

- Advertisement -google news follower

কলেজ প্রাঙ্গণে সম্প্রতি শিক্ষক উৎপল কুমারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে দশম শ্রেণীর ছাত্র জিতু। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জিতু র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শনিবার সকাল দশটার দিকে বলেন, স্কুল শাখায় ৫৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। সময়ের সঙ্গে উপস্থিতি আরও বাড়তে পারে।

- Advertisement -islamibank

অভিভাবকেরা জানিয়েছেন, ঘটনার আকস্মিকতায় কিছুটা শঙ্কিত তারা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM