মাহির বয়স হয়েছে, বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেইঃ আজিজ

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন মাহিয়া মাহি। মূলত প্রযোজক আব্দুল আজিজদের হাত ধরেই ঢালিউডে এসেছেন তিনি। এরপর জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।

- Advertisement -

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। এমনকি এই সিনেমায় অভিনয়ের মাধ্যমেই ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে।

- Advertisement -google news follower

এবার ‘অগ্নি ৩’ সিনেমার আগমনী বার্তা দিলেন প্রযোজক আব্দুল আজিজ। নিজের ফেসবুকে জানালেন, ‘অগ্নি ৩’ আসছে। স্বাভাবিকভাবেই ভক্তকূলের মনে প্রশ্ন জেগেছে, ফের ‘অগ্নিকন্যা’ হিসেবে মাহিকেই দেখা যাবে কি না?

এ নিয়ে আজিজের ওই পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, মাহিকেই চাইব। ‘অগ্নি’ সিরিজে মাহিই সেরা পারফর্ম করেছে।

- Advertisement -islamibank

তবে প্রযোজক আজিজ জানালেন, মাহি থাকছেন না। ওই মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, মাহির বর্তমানে বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে। তাছাড়া এটা নতুন গল্প। সুতরাং মাহির থাকা উচিত নয়।

অবশ্য অগ্নি সিরিজের সঙ্গে মাহি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বলে মনে করছেন অনেকে। মাহি ছাড়া অগ্নি সিরিজের নতুন সিনেমা দরকার নেই বলেও উল্লেখ করেছেন কেউ কেউ।

আজিজের ওই পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ‘অগ্নি ৩ তো একটি বিশেষ সিনেমা বাংলাদেশের সিনেমা জগতে অন্যতম এটি। হুটহাট করে এই সিনেমা নির্মাণ ঠিক মনে করছি না। অধিকাংশ দর্শক ‘অগ্নি চরিত্রে’ মাহিকে ই চায় কারণ তারা এই মুভির অ্যাকশন চরিত্রে মাহিকেই পারফেক্ট মনে করে তাছাড়া নতুন বা অন্য মুখ দর্শক মেনে নিতে নাও পারে। এজন্য অন্তত মাহিকে সময় দিয়ে তার বডি ফিটনেস ফিরিয়ে এনে শুটিং করলে ভালো হয়।আর ব্যাক্তিগত ভাবে এই কথা বলতে চাই যে যদি ‘অগ্নি ৩’ এ মাহি না থাকে তাহলে দরকার নেই আমাদের এই মুভি। কেন না এতে আমরা সকলেই আঘাত পাবো মাহি ছাড়া অন্যকাউকে ‘অগ্নি’ চরিত্রে দেখে।

আরেকজন কমেন্ট বক্সে লিখেছেন, আমার মনে হচ্ছে আপনি ব্যক্তিগত কোনো কারনে মাহি কে নিতে চাচ্ছেন না। আপনি মাহির ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন? আমাদের পাশের দেশের কথা(বলিউড এর কথা) চিন্তা করেন, অন্য দেশের কথা নাই বললাম( হলিউড এর কথা) সেখানে একটা মুভি বানানোর জন্য নায়ক -নায়িকারা তাদের বোডি ফিটনেস ঠিক করে নেয় মুভির জন্য। মাহিও পারবে। আর সবারই বয়স হয়, তার জন্য কি পথচলা বন্ধ থাকে। যে দেশে গুণীর কদর নাই, সে দেশে গুণী জন্মায় না। আমার মনে আছে অগ্নি ২ যখন ২০১৫ সালে মুক্তি পায় তখন আপনি বলিছিলেন অগ্নি-৩ তে মাহি থাকবে না। এর প্রতিফলন কি এখন ঘটল। আপনার জাজ মাহিকে বানিয়েছে, তাই আপনার মুখে এই সব কথা মানায় না।

প্রসঙ্গত, জাজের ‘অগ্নি’ মুক্তি পায় ২০১৪ সালে। এতে মাহির সঙ্গে অভিনয় করেন আরিফিন শুভ। সিনেমাটি সে বছর সফল হয়। এরপরের বছরই তাই জাজ মুক্তি দেয় ‘অগ্নি ২’। এতে মাহির বিপরীতে কলকাতার ওম সাহানিকে দেখা যায়। এটিও পেয়েছিল সাফল্য। দুটি সিনেমাই পরিচালনা করেছিলেন ইফতেখার চৌধুরী।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM