মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

0

মসজিদের মাইক্রোফোন হাতে নিয়ে আজান দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন এক মুয়াজ্জিন

বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের সোনাইনগর জামে মসজিদের ভেতরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার জীবনপুর গ্রামের মৃত রোয়াব উল্লার ছেলে মো. শামছুন নূর (৬৫)। তিনি সোনাইনগর জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

জানা গেছে, মো. শামছুন নূর বুধবার (২৯ জুন) বিকেলে বাজার করে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় সোনাইনগর জামে মসজিদের ঘাটে নৌকা রাখেন। পরে মাগরিবের নামাজের জন্য মসজিদের ভেতর ভেজা অবস্থায় আজান দিতে যান।

এ সময় মাইক্রোফোন ধরার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ভেতরেই মৃত্যুবরণ করেন তিনি। পরে স্থানীয়রা শামছুনকে মাইক্রোফোন হাত দিয়ে বুকের সঙ্গে ধরা রাখা অবস্থায় দেখতে পান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, আজান দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিন মারা যান। এ সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM