কোতোয়ালিতে ৫ রেস্টুরেন্টকে জরিমানা

নগরের কোতোয়ালি ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি রেস্টুরেন্টকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করার জন্য তাদেরকে এ জরিমানা করা হয়।

- Advertisement -

বুধবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -google news follower

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্টেশন রোডের বাঙালীয়ানা রেস্টুরেন্টকে ১০ হাজার, কোতোয়ালি এলাকার ব্রিজ রেস্টুরেন্টকে ৩০ হাজার, জম জমকে ৫ হাজার এবং স্টেশন রোডের আজাদ রেস্টুরেন্টকে ৮ হাজার এবং গুলিস্তান রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM