পদ্মা সেতু জাতীয় স্থাপনা এর নিরাপত্তা রক্ষা করা সবার দায়িত্বঃ সেতুমন্ত্রী

পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

- Advertisement -

সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

- Advertisement -google news follower

বিবৃতিতে বলা হয়েছে, পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

বিবৃতিতে সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্দেশনা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

- Advertisement -islamibank

শনিবার পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রোববার ভোরে যান চলাচলের জন্য খুলে দেয়া হয় এই সেতু।

যানবাহন পারাপারের জন্য খুলে দেয়ার আগের দিন অর্থাৎ উদ্বোধনের দিনই নির্দেশনা না মেনে উঠে পড়ে মানুষ। উদ্বোধনের দিন ঘটতে থাকে একের পর এক অনিয়ম। গাড়ি থামিয়ে ছবি তোলা, সেতুর নাট খোলা; টিকটক করা।

একপর্যায়ে রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ‍নিহত হয়েছেন দুই যুবক। এরপর সেতুতে মোটরসাইকেল চালানো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM