সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ পূজা চলাকালে সনাতনীদের ঢল নামে নগরের পাহাড়তলীর কৈবল্যধামে। এ আশ্রমে রয়েছে বিশাল বট-অশ্বত্থ বৃক্ষ। যেটি ‘কৈবল্যশক্তি’ নামে পরিচিত। মনোবাসনা পূরণে হিন্দু নারীরা এ গাছে জড়িয়ে দিচ্ছেন লাল পাড়ের সাদা শাড়ি। বুধবার (১৭অক্টোবর) বেলা পৌনে ১২টায় ছবিটি ক্যামেরাবন্দি করেন জয়নিউজের নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিক