সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত জেলে

বঙ্গোপসাগরের বাঁশখালী কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ দিনার নামে ৩২ বছর বয়সী এক জেলে নিহত হয়েছেন।

- Advertisement -

আজ রবিবার (১৯ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপ‌জেলার গন্ডামারা ইউ‌নিয়‌নের প‌শ্চিম বড়‌ঘোনা এলাকার বাড়ির প‌শ্চি‌মে ব‌ঙ্গোপসাগ‌রে দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত জেলের নাম মোহাম্মদ দিনার (৩২)। তিনি উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার আবুল কাসেম আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আনসার বলেন, রবিবার বিকেলে তা‌র জানাজা শে‌ষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

- Advertisement -islamibank

নিহত জেলের চাচাতো ভাই শফকত হোসাইন জানান, শনিবার রাতে দিনারসহ ৫ জেলে মাছ ধরার জন্য নৌকা নিয়ে বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে জাল পেতে অপেক্ষা করছিলেন।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। বজ্রপাতে দিনারের শরীরের অর্ধাংশ ঝলসে গেলেও মাছ ধরার নৌকার বাকি ৪ জেলে অক্ষত রয়েছেন।

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM