ইহসানুল করিম আরও ২ বছর প্রধানমন্ত্রীর প্রেস সচিব থাকছেন

0

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চাকরির মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়েছে। রোববার (১৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা ইহসানুল করিমকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ১৮ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনক্রমে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইহসানুল করিম ২০১৫ সালের জুন থেকে চুক্তিভিত্তিতে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনক্রমে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM