সিএনজি চালক মুছা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

0

জমি সংক্রান্ত বিরোধের জেরে সিএনজি চালক মুছা হত্যা মামলার আসমি গ্রেপ্তার সাইফুল ইসলাম প্রকাশ বাদশাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

গ্রেপ্তার সাইফুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী থানার বুলবুলি পাড়া এলাকার মৃত ফুল মিয়া প্রকাশ আব্দুল মালেকের ছেলে।

তিনি জানান, গ্রেপ্তার সাইফুল মুছা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি । গত বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ এপ্রিল রাতে বাড়ি ফেরার পথে মুছা হত্যা কান্ডের সাথে সে সরাসরি সম্পৃক্ত বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/মোরশেদ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM