পটিয়ায় অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট চলছে

0

পটিয়ায় সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার (১৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছে। এতে অভ্যন্তরীণ সড়কে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী সকাল থেকে দুর্ভোগ পোহাচ্ছে।

প্রশাসন ও ট্রাফিক পুলিশের হয়রানি ও চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কে সিএনজি অটোরিকশা চলতে না দেওয়ার প্রতিবাদে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।

ধর্মঘটের কারণে উপজেলার ১৪টি রোডের হাজার হাজার সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে অফিস-আদালতগামী মানুষ দুর্ভোগে পড়ে। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে যাতায়াতেও মানুষ সমস্যায় পড়েছে।

পটিয়া অটো টেম্পো-ট্যাক্সি-সিএনজি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. বদিউল আলম জানান, পটিয়ায় হাজার হাজার সিএনজি অটোরিকশা রয়েছে। প্রশাসন ও ট্রাফিক পুলিশ শ্রমিকদের নানাভাবে হয়রানি ও চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কে এসব গাড়ি চলতে দিচ্ছে না। এর প্রতিবাদে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

জয়নিউজ/শফিউল আজম/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM