বাঁশখালী ইউপি নির্বাচন: আ.লীগের ৭ প্রার্থী বিজয়ী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটযুদ্ধ শেষে ফলাফল ঘোষণা করা হয়। বেসরকারিভাবে প্রকাশিত ফলে দেখা যায়, ১৩ ইউপির ৭টিতেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বাকি ৬টি হাতছাড়া হয়ে যায়।

- Advertisement -

বুধবার (১৫ জুন) সকাল ৮ থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।

- Advertisement -google news follower

যে ছয়টিতে অন্যান্য প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ৩টি বিদ্রোহী, দুটিতে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থিত) ও একটিতে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন।

তাছাড়া নির্বাচিত ১৩ ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে সাতজন পুনরায় নির্বাচিত হয়েছেন বলে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে জানা গেছে।

- Advertisement -islamibank

বিজয়ীরা হলেন-সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী (নৌকা), কালীপুর ইউপিতে আ ন ম শাহাদত আলম (নৌকা), বাহারছড়া ইউপিতে অধ্যাপক তাজুল ইসলাম (নৌকা), বৈলছড়িতে মো. কফিল উদ্দিন (নৌকা), শীলকুপ ইউপিতে কায়েশ সরোয়ার সুমন (নৌকা), খানখানাবাদ ইউপিতে জসীম উদ্দিন হায়দার (নৌকা) এবং ইবনে আমিন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র বিজয়ীরা হলেন ছনুয়া ইউপিতে এম হারুনুর রশিদ, সাধনপুর ইউপিতে কে এম সালাহ উদ্দিন কামাল এবং পুঁইছড়ি ইউনিয়নে মো. তারেকুর রহমান বিজয়ী হয়েছেন।

বিএনপি সমর্থিত পুননির্বাচিত দুজন হলেন গণ্ডামারা ইউপিতে মো. লেয়াকত আলী এবং পুকুরিয়া ইউপিতে মো. আসহাব উদ্দিন। তাছাড়া জামায়াত সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখেরখীল ইউপিতে মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, কোনো অঘটন ছাড়া ১৩টি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করেছেন।

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM