পদ্মা সেতু: দেখো জগতের নয়া বিস্ময়

[পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা ও নির্মাতা জননেত্রী শেখ হাসিনার প্রতি নৈবেদ্য]

- Advertisement -

শোণিত প্রবাহে যাঁর শেখ মুজিবের দ্যুতি
মানে না সে কভু পরাজয়,
মুজিবকন্যা তিনি সুতরাং তাঁরও নেই
কোনো ভীতি, মৃত্যুর ভয়…

- Advertisement -google news follower

দুহাজার এক সালে বিপুল সাহসী তিনি
দাঁড়ালেন পদ্মার তীরে…
হত্যার নকশাকে দুই পায়ে দলে দলে
ষড়যন্ত্রের জাল ছিঁড়ে–

মেধা আর প্রজ্ঞায় আপন যোগ্যতায়
বৈরিতা রুখে দিতে দিতে–
বাঁধার প্রাচীর ভেঙে ইতিহাস গড়লেন
হিংসা-ঘৃণার বিপরীতে।

- Advertisement -islamibank

ভিত্তির প্রস্তর স্থাপনের শুরু থেকে
সোচ্চার দেশ-বিরোধীরা,
ধূর্ত শৃগালগুলো হুক্কা হুয়ায় মেতে
গেয়ে গেছে কতো গম্ভীরা!

দাঁতাল নিন্দুকেরা নখর-দন্তে তাঁকে
করে গেছে ক্ষত বিক্ষত,
অপবাদ অপমান মোকাবেলা করেছেন
কোনো চাপে হন নাই নত…

অবশেষে স্বপ্নের পদ্মা সেতুটা গড়ে
দেখিয়ে দিলেন পৃথিবীকে–
কতো দূরদর্শী ও অজেয় নেত্রী তিনি
তাঁর নাম শোনো দিকে দিকে…

দেখো হে বিশ্বব্যাংক দাম্ভিক মোড়লেরা
দেখো মুজিবের কন্যাকে–
শেখ মুজিবের পরে তাঁর নাম লিখে রাখো
নয়া পৃথিবীর বাঁকে বাঁকে।

মাথা উঁচু করে ঐ দাঁড়িয়ে রয়েছে দেখো
জগতের নয়া বিস্ময়–
অপরূপ দ্যুতি নিয়ে তাঁহার পদ্মা সেতু!
বাংলা ও বাঙালির জয়…

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM