অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারী নারীর

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই মস্তাননগর হাসপাতাল রাস্তার মুখে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে মস্তাননগর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মহিলা আনুমানিক বয়স (৩৫) নিহত হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।

জেএন/টিটি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM