কামব্যাক ভারত! ৪৮ রানে হারল দক্ষিণ আফ্রিকা

একে একে ম্যাচ হেরে নানা প্রশ্নের সম্মুখীন হওয়ার পর ভাইজ্যাগে মঙ্গলবার জ্বলে উঠেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ভারতীয় দল।

- Advertisement -

এর আগে ০-২এ পিছিয়ে পড়ে সিরিজ হারের শঙ্কাটাই তীব্র হয়েছিল কোহলি,রোহিত,লোকেশ রাহুলহীন ভারতের।

- Advertisement -google news follower

সিরিজ বাঁচিয়ে রাখতে বিশাখাপত্তমে জয় ছাড়া বিকল্প পথ খোলা ছিল না রিশব পন্টের নেতৃত্বাধীন দলের। বিশাখাপত্তমে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে ৪৮ রানের বড় জয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে ভারত।

আগের দু’টি ম্যাচের মতো এদিনও টস হারতে হয় অধিনায়ক পন্থকে। আগের ফর্মুলা মেনে এদিন ফের ভারতকে আগে ব্যাটিং করতে পাঠান প্রটিয়া অধিনায়ক বাভুমা। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়। এদিন শুরুটা দুর্দান্ত করেন ভারতের দুই ওপেনার।

- Advertisement -islamibank

প্রথম উইকেটের জুটিতেই ৯৭ রান তুলে ফেলে ভারত। আগের দু’ম্যাচে রান না পাওয়া ঋতুরাজ গায়কোয়াড় এদিন ৩৫ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। দুর্দান্ত ফর্মে থাকা ঈশান কিষান এদিন ফের অর্ধশতরান করেন। ৩৫ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনিও।

যদিও দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরার পর ভারতীয় ব্যাটিং লাইন আপ খানিকটা চাপে পড়ে যায়। শ্রেয়স আইয়ার এবং অধিনায়ক পন্থ ব্যর্থ হন। এদিন দাগ কাটতে পারেননি দীনেশ কার্তিকও।

তবে ধৈর্য ধরে ভারতের হয়ে ফিনিশারের ভূমিকায় এদিন অবতীর্ণ হন হার্দিক পাণ্ডিয়া। তিনি শেষদিকে ২১ ব্লে ৩১ রান করেন। ফলে ভারত পৌঁছে যায় ৫ উইকেটের বিনিময়ে ১৭৯ রানে।

১৮০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে-কে কাজে লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকা (৩৮/২)। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের ভয়ংকর ছোবল (৩/২০) এবং পেসার হার্শাল প্যাটেলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৪/২৫) দক্ষিণ আফ্রিকা থেমেছে ১৩১রানে।

দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের মধ্যে দ্বিতীয় ম্যাচের ম্যাচ উইনার ক্লাসেন করেছেন এদিন সর্বোচ্চ ২৯ রান।

ভারত : ১৭৯/৫ (২০.০ ওভারে)
দক্ষিণ আফ্রিকা : ১৩১/১০ (১৯.০ ওভারে)
ফল : ভারত ৪৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ :যুজবেন্দ্র চাহাল (ভারত)।

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM